শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বিএনপি ও জামায়াত প্রাার্থী নিজেরাই সরালেন নিজেদের পোস্টার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণে জামায়াত ও বিএনপি প্রার্থী নিজেরাই সরালেন নিজেদের পোস্টার। এসময় দলীয় কর্মী সমর্থকদের ব্যানার-পোস্টার অপসারণের উদ্যোগ নেওয়ার আহবান জানান। তফসিল ঘোষণার পরপরই নিজেরাই মাঠে নেমে নিজেদের ব্যানার-পোস্টার অপসারণের উদ্যোগ নেন বাঁশখালীর জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। নিজেদের পোষ্টার ব্যানার নিজেদের সরানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের দলীয় কর্মী সমর্থকেরা একই ভাবে ব্যানার-পোস্টার অপসারণের উদ্যোগ নেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন অলি-গলি, বাজার ও প্রধান সড়কে ঘুরে ঘুরে নিজেদের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলতে দেখা যায় তাদের।

অপরদিকে ১৩ ডিসেম্বর শনিবার বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিশাল যুব-ছাত্র সমাবেশ স্থগিত করেন। অথচ এ যুব-ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নিজেদের শোডাউন করে প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে।

বাঁশখালীর বিভিন্নস্থানে লাগানো ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণের ব্যাপারে অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন,'সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা সকল প্রার্থীর দায়িত্ব। তাই আমি নিজেই পোস্টার অপসারণে নেমেছি। আমার সমর্থিত নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছি যাতে তফসিলের কোনো ভাবে যাতে নিয়ম লঙ্ঘন না হয়।' নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও তফসিল-পরবর্তী নির্দেশনাকে সম্মান এ পদক্ষেপ নেন বলে জানান।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা সকল প্রার্থীর উচিত। আমি আমার ব্যাপারে শতভাগ নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার করছি। আমার কর্মী সমর্থকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে প্রধান প্রতিদ্বন্ধি দুই প্রার্থীর আচরণ বিধি মানার ব্যাপারে নিজেদের পোষ্টার ব্যানার সরানোর দৃশ্য দেখে সাধারন জনগন সকল প্রার্থী যদি আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা অঞ্চলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়