শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের আমদানি অনুমতি চারগুণ বাড়ালো সরকার, বাজার সহনীয় রাখতে দৈনিক ২০০ আইপি ইস্যু হবে

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ থেকে থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজারে দাম সহনীয় রাখতে সরকার গত ৭ ডিসেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে। তখন কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হবে। তবে এটি চারগুণ বাড়িয়ে এখন দৈনিক ২০০টি আইপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদেনের বিষয় আগের মতো বলবৎ থাকবে। অর্থাৎ গত ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে আমদানি হলেও বাজারে তেমন ভূমিকা রাখতে পারছে না ভারতীয় পেঁয়াজ। শুক্রবার রাজধানীর খুচরা বাজারে মানভেদে ভারতীয় পেঁয়াজজের কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম বেশি থাকায় দেশি পেঁয়াজও আগের দরে ফিরেছে। পুরোনো প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর বাজারে নতুন আসা মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়