শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৩ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং

ভাঙতে হচ্ছে ২২ হাজার কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং। উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক এই টার্মিনালের সিলিংয়ে মোবাইল নেটওয়ার্ক ইনস্টলেশনের কোনো ব্যবস্থা না থাকায় সিলিং এর কিছু অংশ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯৯ শতাংশ কাজ শেষ হলেও সম্প্রতি ভবনের ভেতরে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক কর্মকর্তাদের নজরে আসে। স্থপতি রোহানি বাহারিনের করা মূল নকশায় নেটওয়ার্কের তার বা যন্ত্রপাতি বসানোর জন্য প্রয়োজনীয় ‘ইন-বিল্ট’ ব্যবস্থা না থাকায় সিলিং ভাঙ্গ ছাড়া অন্য কোনো উপায় নেই বলে জানান প্রকৌশলীরা।

গত নভেম্বরে জরুরি বোর্ড সভায় এই ত্রুটি নিয়ে তোলপাড় শুরু হয়। নেটওয়ার্ক পেতে নান্দনিক সিলিং ভাঙা-গড়ার কাজ এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এতে সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি অতিরিক্ত সরকারি ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনায় নেটওয়ার্ক স্থাপনার দায়িত্ব নিয়ে আরেক জটিলতা তৈরি হয়। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক বেবিচককে রাজস্ব শেয়ার দিতে অস্বীকৃতি জানায়। তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি হয়। পরে সরকারি অপারেটর টেলিটক প্রকল্পটি গ্রহণে সম্মত হয়। টেলিটকই সিলিং ভেঙে নেটওয়ার্ক স্থাপন করবে এবং অন্য অপারেটরদের সংযোগ দেবে। পাশাপাশি আয়ের একটি অংশ তারা বেবিচককে দেবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য এই চুক্তি হতে যাচ্ছে।

একইসাথে সিলিং মেরামতের কারণে পেছাতে পারে থার্ড টার্মিনালের উদ্বোধন। ২২ হাজার কোটি টাকার এই মেগাপ্রকল্পে সিলিংয়ের ত্রুটি দূর করা সম্ভব হলেও নকশাগত পরিকল্পনার ফাঁকফোকর নিয়ে সাধারণ যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়