আগামী চার বছরে ভারতে ১৭ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এটি এশিয়ায় মাইক্রোসফটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে চিহ্নিত হচ্ছে। এই বিপুল অর্থ ভারতের ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।
সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এক্স প্ল্যাটফর্মে এই তথ্য জানিয়েছেন।
সত্য নাদেলা বলেন, ভারতের ‘এআই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষতা ও সার্বভৌম সক্ষমতা’ গড়ে তুলতেই মাইক্রোসফট এই বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে।
দ্রুতগতিতে ডিজিটাল অবকাঠামোর বিস্তার হওয়ায় ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বাজারগুলোর মধ্যে একটি। ফলে বিশ্বের অনেক প্রযুক্তি কোম্পানিই এখন ভারতে তাদের বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় নেমেছে। এর আগে গত অক্টোবরে গুগল পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। তিন দিনের ভারত সফরে থাকা সত্য নাদেলা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা ছাড়াও বেঙ্গালুরু ও মুম্বাইয়ে অনুষ্ঠিত এআই-বিষয়ক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ভারত সরকারের লক্ষ্য হলো এআই ও সেমিকন্ডাক্টর উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হওয়া এবং এ জন্য তারা বিভিন্ন আর্থিক প্রণোদনা চালু করেছে। সত্য নাদেলার সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, ‘এআই নিয়ে বিশ্ব ভারতের ব্যাপারে আশাবাদী।’
ভারতে মাইক্রোসফটের সর্বশেষ বিনিয়োগ ছিল ৩ বিলিয়ন ডলার। নতুন করে ১৭.৫ বিলিয়ন ডলারের এই ঘোষণা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। নতুন বিনিয়োগের পরিকল্পনার মধ্যে রয়েছে ডেটা সেন্টার, ক্লাউড ও এআই অবকাঠামো তৈরি এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন।
তিন দশকের বেশি সময় ধরে ভারতে কার্যক্রম পরিচালনা করছে মাইক্রোসফট, যেখানে বর্তমানে ২২ হাজারের বেশি কর্মী রয়েছেন।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, তারা ভারতে চলমান কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় এবং ২০২৬ সালের মাঝামাঝি থেকে তাদের সবচেয়ে বড় হাইপারস্কেল সুবিধা নিশ্চিত করতে একটি নতুন ডেটা সেন্টার কার্যক্রম শুরু করবে।
সূত্র: আরটিভি