শিরোনাম
◈ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২ ◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ ◈ শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ◈ খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি  ◈ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি ◈ উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ ◈ সিঙ্গাপুরে অনেক কম খরচে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস ◈ এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি: নরেন্দ্র মোদী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি: নরেন্দ্র মোদী

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। পহেলগাও কাণ্ড ও অপারেশন সিঁদুরের বিষয় টেনে তিনি বলেছেন, ‘যা করা হয়েছে, তা গত কয়েক দশকে হয়নি।’

শুক্রবার সকালে প্রায় পৌনে দু’ঘণ্টার ভাষণে দেশবাসীকে অর্থনীতিতে স্বস্তি আনার প্রতিশ্রুতি এবং সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প করেছেন।

ভাষণের মাঝামাঝি প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার দিকেও দৃষ্টি ফেরান। এসময় পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

ভারতের প্রধানমন্ত্রীর অভিযোগ, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে। যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। সেই ক্ষোভ থেকেই ‘অপারেশন সিঁদুর’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ২২ এপ্রিলের সেই হামলার পরে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল—কোথায়, কখন, কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা সম্পূর্ণভাবে সেনাবাহিনী ঠিক করেছে। তার দাবি, ‘যা করা হয়েছে, তা গত কয়েক দশকে হয়নি।’ 

ভাষণে মোদি আনন্দের খবরও শোনান, ‘এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি। আমরা নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। এর ফলে গোটা দেশের করের বোঝা কমবে।’

দেশটির সরকারি তথ্য বলছে, এই সংস্কার কার্যকর করতে গত জুলাই থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল। পরিকাঠামো পরিবর্তন ও প্রক্রিয়াগত সরলীকরণের মাধ্যমে ব্যবসায়ী ও করদাতাদের জন্য জিএসটি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।

মোদির এই ঘোষণাকে বিশেষজ্ঞরা অর্থনীতির গতি বাড়ানোর এবং খুচরো ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়