শিরোনাম
◈ শেখ মুজিবের ত্যাগকে স্বীকার করি, কিন্তু তিনি জাতির পিতা নন: নাহিদ ইসলাম ◈ যানজটে স্থবির কুমিল্লা নগরী: নাগরিক দুর্ভোগ চরমে ◈ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের যুবকের মৃত্যু ◈ মেঘনায় ইলিশের সংকট, বিপাকে অর্ধলক্ষ জেলে পরিবার! ◈ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২ ◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ ◈ শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ◈ খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রথমবারের মতো তুলা চাষে সাফল্যের সম্ভাবনা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হলো কুমিল্লায়। জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ। দীর্ঘদিন ধান, গম, সবজি ও অন্যান্য প্রচলিত ফসল চাষের বাইরে গিয়ে এবার এক উদ্যোমী কৃষক তুলা চাষের মাধ্যমে ভিন্নধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ব্যতিক্রমধর্মী চেষ্টাকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড।

প্রাথমিকভাবে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা এলাকায় একটি ক্ষুদ্র আকারের জমিতে পরীক্ষামূলকভাবে তুলা চাষ শুরু করা হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় কৃষক আবু তাহের।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা পশ্চিম কাছার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তায় কৃষক আবু তাহেরের জমিতে ও প্রণোদনা দিয়ে কুমিল্লায় প্রথম তুলা চাষের কার্যক্রম উদ্বোধন করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লায় পরীক্ষামূলক চাষ সফল হলে আগামী মৌসুমে আরও বিস্তৃত আকারে এ অঞ্চলে তুলা চাষ চালু করার পরিকল্পনা রয়েছে।কুমিল্লায় প্রথমবারের মতো তুলা চাষ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি সফল হলে কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃষকের আয়ের নতুন উৎস সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কৃষক আবু তাহের জানান, এই এলাকায় বা কুমিল্লায় আগে কখনো কেউ তুলা চাষ করেনি। শুরুতে ভয় থাকলেও তুলা উন্নয়ন বোর্ডের সহায়তা ও প্রশিক্ষণে আমি উৎসাহিত হই। স্যাররা ঢাকা থেকে আমাকে সিবি হাইব্রিড-০১, ডিএম-০৪, রুপালি-০১ এ তিন জাতের বীজ দিয়েছেন। পরে রাসায়নিক সার ও কীটনাশক দিবে। আমি এই ৩৩ শতক জমিতে ভাল ফলন পেলে আরও করব।

এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, তুলা চাষ শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পতিত জমিগুলোতে তুলা চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা অধিক লাভবান হবেন।

সদর দপ্তর তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমীন জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় তুলা উৎপাদন এখনও অনেক কম। ফলে প্রতি বছরই বিপুল পরিমাণ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। নতুন নতুন এলাকায় তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে এই নির্ভরতা কমানো সম্ভব। কুমিল্লার আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য সম্ভাবনাময় বলে তারা উল্লেখ করেন। শীগ্রই কুমিল্লায় তুলা উন্নয়ন বোর্ডের একটি অফিস দেয়া হবে। এতে তুলা চাষীরা উপকৃত হবে। এই তুলা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের সবজি এ জমিতে উৎপাদন করা সম্ভব। এতে করে একই খরচে একাধিক ফসল চাষাবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হবে।

পরীক্ষামূলক তুলার বীজ রোপনকালে উপস্থিত ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম আবদুল বাতেন, সদর দপ্তর প্রকল্প পরিচালক ড. হারুন অর রশীদ, সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ কবির খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়