শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও)

রাজধানী আগারগাঁও ফুটপাতে স্বল্প মূল্যে খাবার বিক্রি করা এক বিক্রেতাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এক বছর আগে মাত্র তিন কেজি চাল দিয়ে ব্যবসা শুরু করা এই বিক্রেতা এখন প্রতিদিন ৩৬ থেকে ৪১ কেজি চাল ব্যবহার করে প্রায় ৪০০ মানুষের খাবার সরবরাহ করেন। সম্প্রতি দুজন পুলিশ কর্মকর্তা তাকে দোকান বন্ধ করার নির্দেশ দেন, যা একজন বিমান বাহিনীর কর্মকর্তার নির্দেশে হয়েছে বলে জানা যায়। ওই কর্মকর্তা দাবি করেন যে, এই জায়গায় কোনো "হোটেল" থাকতে পারবে না।

বিক্রেতা মনে করেন, তার এই রাস্তার পাশের দোকানটি নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা বিশ্রাম নিতে এবং খাবার খেতে পারেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনের সঙ্গে নিজের সাধারণ ব্যবসার তুলনা করে বলেন যে, তার এই ছোট ব্যবসাটি তাদের বিরক্তির কারণ হচ্ছে।

উচ্ছেদের হুমকি সত্ত্বেও বিক্রেতা দৃঢ়তার সাথে বলেছেন যে, তার দোকান ভেঙে দিলেও তিনি রাস্তা থেকে অন্তত ৩০০ মানুষকে খাবার সরবরাহ করে যাবেন। তিনি প্রশ্ন তোলেন, যে জায়গাটি আগে প্রকাশ্যে প্রস্রাব ও মলত্যাগের জন্য ব্যবহৃত হলেও কোনো হস্তক্ষেপ করা হয়নি, সেখানে কেন এখন তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? এছাড়া তিনি এও প্রশ্ন করেন যে, ফুটপাত উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশনের পরিবর্তে কেন পুলিশ পাঠানো হয়েছে। তিনি মনে করেন, তাকে অন্যায়ভাবে এককভাবে নিশানা করা হচ্ছে। সূত্র: এশিয়ান টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়