শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও)

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মোবাইল ছিনতাইয়ের পর তিনি স্টেশনে বসেই চিৎকার করে আর্তনাদ প্রকাশ করেন। গতকাল ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, এ ঘটনা নিয়ে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেননি।

ওই বিদেশি নাগরিককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোবাইল ফোন ছিনতাইয়ের পর ওই বিদেশি নাগরিক রেলস্টেশন প্ল্যাটফরমে হাঁটু গেড়ে বসে মোবাইল ফেরত চেয়ে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু বলছেন। আশপাশে তখন অনেক লোক জড়ো হয়।

ঘটনাটি নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন। কেউ কেউ পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত মোবাইলটি উদ্ধারের জন্য। অনেকে লিখেছেন, বাংলাদেশের সম্মান রক্ষার্থে মোবাইল ফেরত দেয়া জরুরি। এ ছাড়া ছিনতাইকারীর কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ভিডিওটি দেখেছি, ঘটনাটি গত শনিবার ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক পুলিশের কাছে অভিযোগ করেননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল উদ্ধারের কাজ সহজ হবে বলে জানান ওসি। তিনি আরও বলেন, ছিনতাইকারী শনাক্তে বিমানবন্দর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ থেকে পরিচয় নিশ্চিত হলে ছিনতাইকারীকে আটক করে মোবাইল উদ্ধার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়