শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে দ্বিগুণ শুল্কে বিপর্যস্ত ভারতীয় টেক্সটাইল খাত, অর্ডার স্থগিত, বাড়ছে বেকারত্বের শঙ্কা ◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন যুবককে আটকে রেখে নির্যাতন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।

রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তাঁর কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা  বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।

তিনি বলেন ইতিপূর্বে মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছিল। ওই মামলায় তিনি জামিন পেয়ে  পুনরায় একই কাজে লিপ্ত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়