রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মোবাইল ছিনতাইয়ের পর তিনি স্টেশনে বসেই চিৎকার করে আর্তনাদ প্রকাশ করেন। গতকাল ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, এ ঘটনা নিয়ে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেননি।
ওই বিদেশি নাগরিককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোবাইল ফোন ছিনতাইয়ের পর ওই বিদেশি নাগরিক রেলস্টেশন প্ল্যাটফরমে হাঁটু গেড়ে বসে মোবাইল ফেরত চেয়ে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু বলছেন। আশপাশে তখন অনেক লোক জড়ো হয়।
ঘটনাটি নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন। কেউ কেউ পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত মোবাইলটি উদ্ধারের জন্য। অনেকে লিখেছেন, বাংলাদেশের সম্মান রক্ষার্থে মোবাইল ফেরত দেয়া জরুরি। এ ছাড়া ছিনতাইকারীর কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ভিডিওটি দেখেছি, ঘটনাটি গত শনিবার ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক পুলিশের কাছে অভিযোগ করেননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল উদ্ধারের কাজ সহজ হবে বলে জানান ওসি। তিনি আরও বলেন, ছিনতাইকারী শনাক্তে বিমানবন্দর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ থেকে পরিচয় নিশ্চিত হলে ছিনতাইকারীকে আটক করে মোবাইল উদ্ধার করা হবে।