শিরোনাম
◈ পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া  আইনজীবী নিয়োগের সুযোগ নেই ◈ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় পুলিশ ◈ ‘আমার ভোট আমি দেব, এটার সুযোগ নাই’- বিএনপি নেতার ভিডিও ভাইরাল ◈ এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ ◈ ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস, মোসাদের ২১ হাজার গোয়েন্দা গ্রেপ্তার করেছে ইরান, নেতানিয়াহুর মাথায় হাত! ◈ বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন? ◈ যেকোনো দেশে হা'মলা চালানোর সক্ষমতা আছে যে পাঁচটি দেশের! (ভিডিও) ◈ নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা ◈ রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা! (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারাতে এবার চীনের মতো রকেট ফোর্স গড়েছে পাকিস্তান (ভিডিও)

চলমান পরিস্থিতির মধ্যে এবার রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর এই নতুন কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। মার্কিন সম্পর্ক ও সিন্ধু নদের ভারতের বাধ নির্মাণ শেষ হলে সেখানে ১০টি মিসাইল ছোড়ার হুমকির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। সীমান্তে এক দফা উত্তেজনায় এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। সূত্র: ৭১টিভি

রকেট ফোর্স কমান্ড হলো এমন এক আধুনিক প্রযুক্তিসম্পন্ন বাহিনী যারা শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। জানা গেছে, পাকিস্তানের এই নতুন সামরিক শাখায় বিপুল সংখ্যক প্রচলিত মিসাইল ও রকেট তৈরি হচ্ছে, যেখানে থাকবে ফাতেহ সিরিজ ও অন্যান্য মিসাইল ব্যবস্থা। নতুন এই সামরিক বাহিনী পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের সমান্তরালে কাজ করবে, তবে এতে পারমাণবিক অস্ত্রের পরিবর্তে থাকবে প্রচলিত মিসাইল ও রকেট।

সমালোচকরা মনে করছেন, পাকিস্তানের এই পদক্ষেপ মূলত ভারতের ব্রহ্মোস, প্রহরী ও অগ্নি সিরিজের মতো দূরপাল্লার মিসাইলের সাথে পাল্লা দেওয়ার প্রস্তুতি। পাকিস্তানের নতুন এই কমান্ড অনেকটাই চীনের পিএলএ রকেট ফোর্সের আদলে, যা স্বল্প, মাঝারি ও দূরপাল্লার মিসাইল ব্যবহারের জন্য গঠন করেছিল চীন। চীনের ৫০ কিমি পাল্লার এইচ-এন-ওয়ান ক্রুজ মিসাইল ছাড়াও রয়েছে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম। চীনের তৈরি মিসাইলই ভারতের দিকে নিক্ষেপ করেছিল পাকিস্তান।

রকেট ফোর্স গঠনকে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন শাহবাদ শরীফ। এসময় ভারত প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মিথ্যে অভিযোগের ভিত্তিতে বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায় ভারত।” এর জবাবে ভারতকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়ার জন্য সেনাপ্রধান আসিম মনিরসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

শাহবাদ শরীফের ভাষ্যে, “মাত্র চার দিনেই ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে।” পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, “যারা জীবন বাজি রাখতে প্রস্তুত, এমন জাতিকে কখনো পরাজিত করা যায় না।”

এসময় পাকিস্তানের পরমাণু শক্তি ও অস্ত্রের কথাও উল্লেখ করেন শাহবাদ শরীফ। তিনি জুলফিকার আলী ভুট্টো, ড. আব্দুল কাদের খান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার জন্য। তার মতে, “কোনো আগ্রাসন নয়, প্রতিরক্ষার জন্যই পাকিস্তানের পরমাণু অস্ত্র।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়