ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের জম্মু ও কাশ্মীরের কয়েকটি স্থান প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, কর্মকর্তারা ধারণা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে চশোটি গ্রামে ওই প্রাকৃতিক দুর্যোগ ঘটে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, তিনি কিশতয়ার জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। বলেছেন, চশোটি এলাকায় ভারী বর্ষণে বহু হতাহতের শঙ্কা রয়েছে। প্রশাসন এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। এছাড়া ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। আমার কার্যালয়ে নিয়মিত খবর আসছে। যেকোনো প্রকার সহায়তা দেয়ার জন্য আমরা প্রস্তুত।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, তিনি পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। এছাড়া ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। উল্লেখ্য, ভারতে বর্তমানে ভারী বর্ষণ দেখা দিয়েছে। পাহাড়ি এলকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উত্তরাখণ্ড। ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে জীবন ও সম্পতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।