শিরোনাম
◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ◈ বাংলাদেশে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনের উদ্বোধন: ১২ ঘণ্টায় পৌঁছাবে ৫০ লাখ লিটার তেল ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের জন্য ছিল বড় মানসিক প্রেরণা: প্রধান উপদেষ্টা ইউনূস ◈ কোন সরকার পার পায় নাই, যেখানে আমার পরিবারের সদস্য নাই: হুম্মাম কাদের (ভিডিও) ◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বনানীর সিসা বারে যুবক হত্যা; সিসিটিভিতে ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য (ভিডিও) ◈ মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা ◈ এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ পাঁচ ম‌্যা‌চের সি‌রিজ খেল‌তে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা-সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ রয়েছে। এ সেক্টরে নানা অনিয়ম-দুর্নীতি দূর করতে আমরা দিন-রাত কাজ করছি। এজন্য অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে।

তিনি বলেন, দেশে অধিকাংশ বিরোধের মূল উৎস ভূমি, এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যাতে বিরোধ কমে আসে। মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায়- এ বিষয়ে আমরা কাজ করছি।

সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার ডেভেলপ প্রকল্প বাস্তবায়নে ফেনী জেলায় পাইলটিং কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

বুধবার (১৩ আগস্ট) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মশালা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচক ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

কর্মশালায় বক্তব্য দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, ফেনী আদালতের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারি-বেসরকারি নানা পর্যায়ের ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।

একই দিন বিকেলে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে বিফ্রিং করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়