স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হেরে ক্ষুধ্ব সালমান বাট, তবে সাফাই গেয়েছেন বাবরের পক্ষে।
পাকিস্তান ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর তারা উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজে।
সেখানেও হেরেছে ওয়ানডে সিরিজ। তৃতীয় ম্যাচে অলআউট হয়েছে মাত্র ৯২ রানে। এরপরই ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে পাকিস্তান ক্রিকেটের জানাজা হয়ে গেছে। -- ক্রিকটাইম
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান। তবে শেষ দুইটি ম্যাচই জিতে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২৯৪ রান। জবাবে পাকিস্তান মাত্র ৯২ রানে অলআউট হয়েছে। ম্যাচ হেরেছে ২০২ রানে।
এই পারফরম্যান্স দেখে পাকিস্তানি গণমাধ্যম পাকনেট-এ সালমান বাট বলেন, "এত খারাপ ছিল যেন পাকিস্তান ক্রিকেটের জানাজা হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পর আর কী বলার আছে! খুবই লজ্জাজনক!
পাকিস্তানের ক্রিকেটাররা নিজেরাই নিজেদের জন্য ম্যাচ কঠিন করে ফেলে বলে মন্তব্য করেন সালমান বাট। তিনি বলেন, "যেদিন রান তাড়া করতে নামে সেদিন বলে চেইজ করা মুশকিল ছিল। মুশকিল তারা নিজেরাই বানায়। এটা বলুক যে আমরা নিজেরাই নিজেদের লক্ষ্য মুশকিল বানিয়ে ফেলি।
দলের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা করলেও বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাবরের পারফরম্যান্স খারাপ হওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছেন সালমান বাট।
তিনি বলেন, "মনে করেন, বাবর আজম নর্থপোলের খেলোয়াড়। কিন্তু আপনি তার কাছ থেকে সাউথপোলে ভালো পারফর্ম চাচ্ছেন। সেটা তো হবে না। ওর অনুশীলন ও মাইন্ডসেট পরিবর্তন করে দিলে তো ও পারবে না।
বাবরের টেকনিক ভালো, লম্বা ইনিংস খেলে ধীরেসুস্থে, দলের অন্যদের চেয়ে অনেক ভালো ব্যাটার। সে এত বছরে তা প্রমাণ করেছে। কিন্তু বাবরকে তার মতো খেলতে দিন। তাকে কেন পাওয়ার হিটার বানাতে হবে? অন্য জায়গায় পাওয়ার হিটার আনেন। জো রুট তো জস বাটলার হতে যাবে না, বাবরও তেমন।
তিনি আরো যোগ করেন, "খেলোয়াড়দের এভাবে পরিবর্তন করতে চাইলে তারা আপনার মন মতো হবে না, বরং তারা যা ছিল তারচেয়ে বেশি খারাপ হয়ে যাবে। এটা মানসিক ব্যাপার, ওদের সেটা হয়েই গেছে। এসব ননসেন্স কাজ করে ভালো ফলাফল আসবে না।"এছাড়া ক্রিকেটারদের পারফরম্যান্স ছাড়াও ফিটনেস নিয়েও মন্তব্য করেছেন সালমান। বিশেষ করে ফাস্ট বোলার নাসিম শাহের ফিটনেসের সমালোচনা করেন তিনি।
তার ভাষ্যমতে, ওদের ফিটনেসও ঠিক করতে হবে। ওরা যথেষ্ট ফিট না। ওদের দেখে বেশ স্লাগিস (অলস) মনে হয়। নাসিম শাহর মেধার ভক্ত আমি কিন্তু তার ফিটনেস খুবই খারাপ।