শিরোনাম
◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ◈ বাংলাদেশে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনের উদ্বোধন: ১২ ঘণ্টায় পৌঁছাবে ৫০ লাখ লিটার তেল ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের জন্য ছিল বড় মানসিক প্রেরণা: প্রধান উপদেষ্টা ইউনূস ◈ কোন সরকার পার পায় নাই, যেখানে আমার পরিবারের সদস্য নাই: হুম্মাম কাদের (ভিডিও) ◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বনানীর সিসা বারে যুবক হত্যা; সিসিটিভিতে ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য (ভিডিও) ◈ মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা ◈ এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ পাঁচ ম‌্যা‌চের সি‌রিজ খেল‌তে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

যেকেউ নির্বাচন করতে চাইলে তাদের তফসিল ঘোষণার আগেই পদ ছাড়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 উপদেষ্টা আসিফ বলেন, যাদেরই রাজনীতি ও নির্বাচন করার ইচ্ছা আছে, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত। আমি নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে সিদ্ধান্ত নিলে অবশ্যই তফসিলের আগে পদ ছাড়বো।
 
এনসিপিতে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে তিনি আরও বলেন, এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন না, আমি পদত্যাগ করলে নানান বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।
 
আসিফ আরও বলেন, ছাত্র উপদেষ্টা হিসেবে আমি ও মাহফুজ ভাইকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সবাই জানতে চাইছে আমরা নির্বাচনে আসছি কি না। কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলীতে অনেকেইেআছেন, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও নির্বাচনের অভিজ্ঞতা আছে। তবে নির্বাচনকে সুষ্ঠু করতে উপদেষ্টা পদ ছেড়েই সবারই ভোটের রাজনীতিতে আসতে হবে।
 
 এদিন নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এ উপদেষ্টা।
 
আসিফ মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্তাধীন। তদন্তেই এটি উন্মোচিত হবে।’
 
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়নে আসিফ মাহমুদ বলেন, ‘গত এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে, তবে অনেক  ক্ষেত্রেই ব্যর্থতা স্পষ্ট। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেটি পূরণ হয়নি।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়