শিরোনাম
◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌চি‌কিৎসক‌দের উন্নত প্রশিক্ষণের জন‌্য বিদেশে পাঠাচ্ছে বিসিবি 

স্পোর্টস ডেস্ক : মেডিকেল বিভাগের সদস্যদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নি‌য়ে‌ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড ( ‌বি‌সি‌বি)।

বিসিবি মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী  নিশ্চিত করে বলেন, 'মেডিকেল বিভাগের সদস্যদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ শুধু খেলোয়াড়ই নয়, সাপোর্ট স্টাফদেরও প্রশিক্ষণের প্রয়োজন। -- ডেই‌লি ক্রিকেট

তিনি আরও বলেন, যেমন অন্যান্য বিভাগে- আম্পায়াররা প্রশিক্ষণ পান এবং বিদেশি বিশেষজ্ঞরা আসেন, তেমনই আমাদের মেডিকেল টিমের উন্নত প্রশিক্ষণ খেলোয়াড়দের জন্যও লাভজনক হবে।
 
তবে দেশের নাম এখনও চূড়ান্ত হয়নি। চৌধুরী জানান, 'দেশ এখনও ঠিক করা হয়নি, তবে এটি সম্ভবত কোনো ক্রিকেট খেলুড়ে দেশ হবে। আমরা ভারত বা ইংল্যান্ডকে বিবেচনা করছি। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কিছুই চূড়ান্ত নয়।

বিসিবি মেডিকেল বিভাগে মোট ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে দুইজন ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট/ট্রেইনার অন্তর্ভুক্ত। এছাড়া নিয়মিতভাবে বিভিন্ন অস্থায়ী সদস্যরাও টিমের সঙ্গে কাজ করেন।

সম্প্রতি বোর্ডের গভর্নিং বডির বৈঠকে এই উদ্যোগকে অনুমোদন দেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিভাগকে একটি বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

চৌধুরী বলেন, আমরা বিদেশে আমাদের চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা প্রণয়নের কাজ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়