শিরোনাম
◈ পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া  আইনজীবী নিয়োগের সুযোগ নেই ◈ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় পুলিশ ◈ ‘আমার ভোট আমি দেব, এটার সুযোগ নাই’- বিএনপি নেতার ভিডিও ভাইরাল ◈ এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ ◈ ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস, মোসাদের ২১ হাজার গোয়েন্দা গ্রেপ্তার করেছে ইরান, নেতানিয়াহুর মাথায় হাত! ◈ বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন? ◈ যেকোনো দেশে হা'মলা চালানোর সক্ষমতা আছে যে পাঁচটি দেশের! (ভিডিও) ◈ নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা ◈ রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা! (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভূমিহীন ও কৃষকের কাছ থেকে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া এবং মারধর করে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন ও কৃষকরা।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চর আতাউরের উত্তর পাশের সরকারি খাস জমিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভও করেন ভূমিহীন-কৃষকরা।  

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ভূমিহীন কৃষক মাহমুদুল হক মাজু, মোজ্জাকের বারী, আবদুল কুদ্দুস, মো. লিটন উদ্দিন’সহ ভূমিহীন পরিবারের নারীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চর কিং ও চর বগুড়ার ভূমিহীন বাসিন্দা তারা। চর আতাউরের উত্তর পাশে নদী থেকে জেগে ওঠা প্রায় এক হাজার একর ভূমিতে এক সময় তাদের বাপ-দাদারা বসবাস করতেন। নদী ভাঙ্গনে ওই চর বিলীন হওয়ার পর তাদের পূর্ব পুরুষরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নেন। গেল কয়েক বছর পূর্বে চরটি আবার নতুন করে জেগে ওঠার পর তারা প্রায় ৫০০ ভূমিহীন কৃষক এই চরে চাষাবাদ শুরুর প্রস্তুতি নেন।

বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রথম থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্ততি নিয়ে থাকেন। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করেন। হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতি প্রাপ্ত) নিজাম উদ্দিন চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্নভাবে চাপ দেয়। তাদেরকে চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেয়।  

এসময় ভূমিহীন কৃষকরা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক তারা ওই চরে চাষাবাদ করলে নিজাম উদ্দিন চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবির তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে মহিষ নামিয়ে জমির সব ধানের চারা নষ্ট করে দেয়। এসময় কৃষকরা খবর পেয়ে জমির মহিষ তাড়াতে গেলে সন্ত্রাসীরা তাদের কয়েকজনকে তুলে নিয়ে বেধম পিটিয়ে আহত করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। পরে স্থানীয় নেতৃত্ব স্থানীয় লোকদের মাধ্যমে চাঁদা দিয়ে তাদের মুক্তি মিলে।

মানববন্ধন কর্মসূচি থেকে চর দখলের চেষ্টায় বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবিরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।  

মানববন্ধন কর্মসূচিতে চর আতাউর, চর কিং ও চর বগুড়া এলাকার ভূমিহীন কৃষক ও তাদের পরিবারের নারী সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়