শিরোনাম
◈ মেঘনায় ইলিশের সংকট, বিপাকে অর্ধলক্ষ জেলে পরিবার! ◈ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২ ◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ ◈ শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ◈ খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি  ◈ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি ◈ উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ ◈ সিঙ্গাপুরে অনেক কম খরচে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইবেলখ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর ১৫টি সেরা টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি সিরিজ। এর একটিতে জয়ী দলের তালিকায় থাকলেও অন্যটিতে হারা দল বাংলাদেশ। -- ডেই‌লি ক্রিকেট

উইজডেনের সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে আছে ২০১৬ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। তালিকায় ৭তম স্থানে আছে ২০২১ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ।

২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। তিনটি ওয়ানডের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের মুখোমুখি হয়েছিল ইংলিশরা। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরও হেরে যায় বাংলাদেশ। তবে পরের টেস্টেই চমক দেখায় স্বাগতিকরা। এই সিরিজ দিয়ে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য বোলিং করে দলকে ম্যাচ জেতান।

সেই ম্যাচে ইংল্যান্ডকে ২৭৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০০ রান তোলে ইংল্যান্ড। এরপর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৬৪ রানের মধ্যেই গুটিয়ে যায় সফরকারীরা। টাইগাররা পায় ১০৮ রানের ঐতিহাসিক জয়। সেই সাথে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তুলনামুলক দুর্বল নিয়ে আসা ক্যারিবিয়ানরা বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না বলে ধারণা করছিল অনেকেই। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটি আছে উইজডেনের তালিকায় সপ্তম স্থানে।

চট্টগ্রামে প্রথম টেস্টে কাইল মেয়ার্সের ২১০ রানের অবিশ্বাস্য ইনিংসে দুর্দান্ত জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরেও দারুণ লড়াইয়ের পর জয়ের হাসি হাসে ক্যারিবিয়ানরা। আর তাতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

একুশ শতকের সেরা সিরিজ হিসেবে বিবেচিত হয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। যা উইজডেনের চোখে সেরা প্রত্যাবর্তনের গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়