শিরোনাম
◈ পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া  আইনজীবী নিয়োগের সুযোগ নেই ◈ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় পুলিশ ◈ ‘আমার ভোট আমি দেব, এটার সুযোগ নাই’- বিএনপি নেতার ভিডিও ভাইরাল ◈ এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ ◈ ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস, মোসাদের ২১ হাজার গোয়েন্দা গ্রেপ্তার করেছে ইরান, নেতানিয়াহুর মাথায় হাত! ◈ বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন? ◈ যেকোনো দেশে হা'মলা চালানোর সক্ষমতা আছে যে পাঁচটি দেশের! (ভিডিও) ◈ নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা ◈ রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা! (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে চিটাগাং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল বিসিবির, সুদে-আসলে পাওনা ৪৬ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে করা সমঝোতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। বোর্ড এখন বিপিএলের কয়েকটি আসরের বকেয়া ৩,৭৮২,১৫৬.১৬ মার্কিন ডলার (প্রায় ৪৬ কোটি টাকা) আদায়ে আইনি পদক্ষেপ নিচ্ছে। --- ডেই‌লি ক্রিকেট

বিসিবির বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ ও ২০১৩ সালের প্রথম দুই বিপিএল আসরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে আইনি ও আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে অপরিশোধিত ফ্র্যাঞ্চাইজি ফি, কর, খেলোয়াড় ও স্টাফদের বেতন। বোর্ড বলেছে, দীর্ঘ বছর ধরে একাধিক নোটিশ ও স্মারকলিপি পাঠানো হলেও কোনো সমাধান হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়, কিন্তু এস.কিউ. স্পোর্টস কোনো অর্থ প্রদান না করায় চুক্তি ভেঙে যায়। ফলস্বরূপ ২০২৫ সালের ২২ জুলাই বিসিবি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে এবং ৩,৭৮২,১৫৬.১৬ ডলারের নতুন দাবি দায়ের করে। এতে মূল বকেয়া ১,৫৫০,০৬৪ ডলার এবং ২০১২–২০২৫ সালের সুদ ২,২৩২,০৯২.১৬ ডলার অন্তর্ভুক্ত।

বিসিবি জানিয়েছে, এই পরিমাণে ফ্র্যাঞ্চাইজির পক্ষে বোর্ডের করা পরিশোধ, টাকার মূল্যহ্রাসের প্রভাব এবং অন্যান্য আর্থিক বিষয়ও অন্তর্ভুক্ত। সর্বশেষ আইনি নোটিশ অনুযায়ী, প্রতিষ্ঠানটি আর পূর্বের মতো ৩ কোটি ৫০ লাখ টাকা দিয়ে সমঝোতা করার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১১তম বিপিএলের ক্ষেত্রে এস.কিউ. স্পোর্টস খেলোয়াড়, কোচ, হোটেল ও সরবরাহকারীদের বকেয়া অর্থও পরিশোধ করেনি। বোর্ড জানিয়েছে, বকেয়া আদায়ে তারা সব সম্ভাব্য আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়