শিরোনাম
◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে: সৈকত রেজা

ফাহিম-আলিশা ও নির্মাতা সৈকত রেজা

শিমুল চৌধুরী ধ্রুব: সংগীতশিল্পী ফাহিম ইসলাম বেশ কিছু গানের মাধ্যমে ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। নিজ ভাষা বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানের চর্চাও করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ ইতোমধ্যেই ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছেন ‘গালি গালি’ শিরোনামে আরেকটি হিন্দি গান। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা।

পশ্চিমা ধাচের মিউজিক ভিডিওটির প্রসঙ্গে আমাদের সময় ডট কমের সঙ্গে আলাপ হয় নির্মাতা সৈকত রেজার। তিনি বলেন, ‘গানটা ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকে ভালোই সাড়া পাচ্ছি। মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে। লোকেশন নিয়ে কালার নিয়ে ভালো সাড়া পাচ্ছি। যেহেতু এটি হিন্দী গান, তাই চেষ্টা করেছি একটু ওয়েস্টার্ন ফিল দেয়ার।’

সৈকত আরো বলেন, ‘যে চ্যানেল থেকে গানটি প্রকাশ হয়েছে সেটি মূলত ভিন্ন ভাষার গান প্রকাশের প্লাটফর্ম। তবে আমাদের এ গানের ভিউয়ার বেশিরভাগই বাংলাভাষী। যদি ভারতের কোনো চ্যানেল থেকে প্রকাশ করা হতো তাহলে হয়তো হিন্দী ভাষার দর্শকদের সাথে কানেক্ট হতে পারতাম।’

দেবায়ন তরাফদারের কথায় ‘গালি গালি’ শিরোনামের গানটির সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। এই গানের ভিডিও চিত্রে মডেল হয়েছেন ফাহিম ইসলাম নিজেই। তার বিপরীতে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ রানার আপ আলিশা ইসলাম।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়