শিরোনাম
◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ৩ মাস পর চার টি চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম বৃদ্ধিতে সরকার শর্ত দিয়ে চাল আমদানির সুযোগ দিলে শুরু হয় আমদানি। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। বুধবার বন্দর থেকে চাল খালাস হয়ে নেওয়া হবে দেশের অভ্যন্তরে।

চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিকটন। গত ১৮ জানুয়ারি-২০২৬ পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যা সময়সীমা বেধে দেওয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং খোলা বাজারে এ চাল কেজিতে বিক্রয় হবে ৫১ টাকা বলে জানা গেছে।

বর্তমানে স্থানীয় বাজারে স্বর্ন চাল মোটা প্রকার ভেদে কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, স্বর্নচাল চিকন ৫১ থেকে ৫২ টাকা, আতব চাল কেজি ৪২ থেকে ৪৫ টাকা,আটাশ ৫০ থেকে ৫২ টাকা কেজি , মিনিকেট কেজি ৫৩ খেকে ৫৪ টাকা এবং বাসমতি ৮০ থেকে ৮১ টাকায় বিক্রয় হচ্ছে। 

বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন জানান, আজ চার চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। দেশে মোট চালের চাহিদা রয়েছে মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও ভ্যবিষতের জন্য মজুদ এবং সিন্ডিকেটের কারনে দাম বৃদ্ধি পেলে বাজার পরিস্থিতি সামলাতে সরকার চাল আমদানি করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়