দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সমাবেশস্থলে এসে এ কথা বলেন তিনি।
গভীর রাতেও তারেক রহমানকে দেখতে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী। গাজীপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনেও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ওভারপাস নির্মাণ এবং বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ঠিক করতে আশপাশের তিনটি খাল পুনঃখনন এবং শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান।