গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না এই শঙ্কায় টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেয় বিসিসিআই। তাহলে টি-েটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে ভারত। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়
বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি না হয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয়।
মোস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করেই এতকিছু হয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, 'এই বছরে কেবল এই একজন বাংলাদেশিই আইপিএলে খেলত। মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার (ফিজকে বাদ দেওয়া) মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই, তাদের উপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল।’
তিনি আরও বলেন, ‘এটা বিসিসিআই থেকে এসেছে। রাজনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো হয়। আসাম, বেঙ্গল এবং বাংলাদেশেও নির্বাচন আসছে। বিসিসিআই এমন নির্দেশ না দিলে হয়ত মুস্তাফিজ কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারত। এটা রাজনৈতিক ব্যাপার, ক্রিকেটীয় ব্যাপার নয়।’ উৎস: যুগান্তর।