প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা দেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই। দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসব। ইনশাআল্লাহ, ফ্যাসিবাদী কায়দায় আর কেউ যেন দেশ চালাতে না পারে, আমরা সেই ব্যবস্থা করব।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের জনসভা শেষে ঢাকা ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ চিহ্নে দেয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট মানে আজাদী, আর না মানে গোলামী।’
পথসভা চলাকালে ডা. শফিকুর রহমান গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে প্রতীক তুলে দেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
রাত ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে উপস্থিতদের বিদায় জানান এবং সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।