প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের মোট ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। তবে এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া; উঠেছে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল বা দপ্তর ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের এই পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে তালিকায় রাখা হয়নি। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এবং কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করা বেশ কিছু কর্মকর্তা এবারও পদোন্নতিবঞ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।