শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্টে খারিজ জামায়াত প্রার্থীর আপিল, মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কায়কোবাদের পক্ষে রায়

এন এ মুরাদ, মুরাদনগর: মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ–এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর দায়ের করা আপিল হাইকোর্ট প্রাথমিক শুনানিতেই খারিজ করে দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য নয় বলে আদালত মত প্রকাশ করেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।

এই আপিলটি মূলত নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আপিলে উত্থাপিত অভিযোগগুলো আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য ভিত্তি তৈরি করতে পারেনি বলে আদালত মনে করেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানোর একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এতে করে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতিও স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের কয়েকটি আবেদনের ক্ষেত্রে আদালত অনুরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যা নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “জামায়াত প্রার্থীর ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসাপরায়ণ আপিল মহামান্য আদালত খারিজ করেছেন। আলহামদুলিল্লাহ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়