শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রো রেলে ঝুঁকিপূর্ণ শরীরচর্চা, বরুণ ধাওয়ানকে সতর্ক করল কর্তৃপক্ষ

মুম্বাই মেট্রো রেলের ভেতরে হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।  ট্রেনের ভেতরে করা এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ ও ‘দণ্ডনীয় অপরাধ’ উল্লেখ করে অভিনেতাকে সতর্কবার্তা দিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গত শনিবার যানজট এড়াতে মেট্রোতে করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ। এরপর তার ভেতর থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেন। এর কিছু সময় পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপস করছেন অভিনেতা। এ সময় তার পাশে অন্য যাত্রীদেরও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে; এরপর তাদের অফিশিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বরুণকে ট্যাগ করে তারা। সেখানে একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার অ্যাকশন সিনেমার মতো একটি সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এটি করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি করার আওতায় পড়ে, যা একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব বুঝে এর জন্য জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।

বরুণ ধাওয়ান বর্তমানে তার মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বরুণের পাশাপাশি সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়