পরিচালক রাজ নিদিমরু আর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেমের গুঞ্জনটা বহু দিনের। ২০২৩ থেকে তারা চর্চায়। দু’জনে ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন।
সেটে তাদের ঘন ঘন একসঙ্গে উপস্থিতিও দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের। সেই গুঞ্জনেই যেন সিলমোহর দিলেন সামান্থা। রাজের কোমর জডিয়ে ধরে সাংবাদিকদের সামনে পোজ দিতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাদের নিয়ে।
সামান্থার পারফিউম ব্র্যান্ড সিক্রেট আলকেমিস্টের একটি ইভেন্টে একসঙ্গে দেখা গেছে রাজ-সামান্থাকে। সেখানে সামান্থা জানিয়েছেন, তিনি কিছু সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম তার অভিনয় জীবন। বাকি সাহসী পদক্ষেপ কী? সামান্থা খোলসা করেননি।
কিন্তু তার অনুরাগীরা যে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। তাদের ভাবনায়, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের সঙ্গে তাদের প্রিয় অভিনেত্রী ‘ফ্যামিলি’ গড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন! তারই ইঙ্গিত তার বার্তায় এবং ঘনিষ্ঠ ‘পোজ’-এ।