মনিরুল ইসলাম : পুরাতন ঢাকা শহরের মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে এবার নির্মান করা হবে নতুন সিনেমা 'ঢাকাইয়া দেবদাস'। পুরনো ঢাকার এক যুগল প্রেমিক- প্রেমিকার প্রেম গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন ভিন্নধারার মৌলিক গুণী চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন।
আজ শুত্রুবার, ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শুভ মহরত। গুলশান -২ এর বাংলাদেশ চায়না ক্লাব লিং হবে এই ছবির মহরত। এর প্রধান চরিত্রে ঢালিউডের এ সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা শবনম ইয়াসমিন বুবলী'র প্রেমে আকুল হয়ে একেবারেই দেবদাস হয়ে আছেন চিত্রনায়ক আদর আজাদ বলে জানান পরিচালক জাহিদ হোসেন।
মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি ব্যাংক পিএলসি ও গ্রুপ এমডি হোসেন খালেদ। ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।
পরিচালক জাহিদ হোসেন বলেন, আমি বরাবরই সিনেমা দর্শকদের কথা চিন্তা করেই সিনেমা বানাই। গল্প ও নির্মাণ শৈলী যেনো তাদের ভালো লাগে। আমার বিশ্বাস 'ঢাকাইয়া দেবদাস ' দেখে দর্শকরা ঠকবেন না। পুরনো ঢাকার একটি প্রেমের গল্প পর্দায় দেখতে পারবেন। তিনি জানান, পুরাতন ঢাকার জীবন। প্রেম- ভালোবাসা সংস্কৃতি তুলে ধরা হবে এই সিনেমাতে।
প্রসঙ্গত, বুবলী'র সঙ্গে জুটি বেঁধে আদর আজাদ বেশ কয়টি ছবিতে নায়ক হয়েছেন। আবারও জুটি বাঁধছেন আদর আজাদ। বুবলী'র সঙ্গে তালাশ, লোকাল, পিনিক ও খেলা হবে নামের ছবিগুলোতে জুটিবদ্ধ হয়েছেন সেই ধারাবাহিকতায় এবার তারা আবারও জুটি হচ্ছেন 'ঢাকাইয়া দেবদাস' মুভিতে।