মনিরুল ইসলাম : চিত্রনায়িকা পরীমনি মানেই আলাদা আয়োজন, ভিন্নতা ও চমক। এবারের জন্মদিনও এর ব্যতিক্রম নয়। দেশে-বিদেশে একটানা কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তিনি। বিদেশে উৎসব শেষ করে দেশে ফিরে আবারও ঘনিষ্ঠজনদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন এই জনপ্রিয় নায়িকা।
জন্মদিন উপলক্ষে টানা ১০ দিন মালয়েশিয়ায় অবস্থান করেন পরীমনি। সেখানে সহকর্মী ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপন করেন। দেশে ফেরার পর বুধবার রাতে মিরপুরের এক রেস্টুরেন্টে ঘনিষ্ঠজন, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও বিনোদন সাংবাদিকদের সঙ্গে আবারও কেক কাটেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব (সস্ত্রীক), কায়েজ আরজু, বারিশা হকসহ পরীমনির কাছের বন্ধুরা। সবাই ফুল ও শুভেচ্ছায় পরীমনিকে অভ্যর্থনা জানান, নায়িকাও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, পরীমনির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। তবে জন্মদিনের উৎসব শুরু হয়েছিল চার দিন আগেই, ২১ অক্টোবর থেকে। সেদিন তার মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কেটে তাকে চমকে দেন।
এরপর ২৩ অক্টোবর পরীমনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন এবং জন্মদিনের দিন ২৪ অক্টোবর লাংকাউই দ্বীপে সহকর্মীদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন।