শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক — সবার আগে বাংলাদেশ”: হেলাল খান

মনিরুল ইসলাম : চিত্রনায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক হেলাল খান ছিলেন সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী। এলাকায় সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় তার নাম নেই। তবুও তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে হেলাল খান লেখেন— “সবার আগে বাংলাদেশ।”

তিনি বলেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ ও সিলেট-৬ আসনের প্রিয় জনগণ কিছুটা হতাশ হয়েছেন—তা স্বাভাবিক। তবে আমি বলব, ধৈর্য ধরুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। আমি অতীতেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেছি, আজও সেটি অটুট আছে।”

হেলাল খান আরও লিখেন, “ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়েই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমার জন্য বিবেক ও বিচক্ষণতার সঙ্গে দল নিশ্চয়ই বিবেচনা করবে। নমিনেশন না পেলেও আমি দলের আদর্শে অবিচল থাকব।”
তার বার্তায় তিনি আহ্বান জানান, “আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়