এ এইচ সবুজ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ-এর এস এম জহিরুল ইসলাম এবং আলোকিত সকাল-এর হুমায়ুন কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছেন আবুল কাশেম ওরফে ‘গজারি কাশেম’। মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে আবুল কাশেম, তার ছেলে আল-আমিন এবং সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ১০-১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার একপর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজন—বাবা, ছেলে ও এক সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”