স্পোর্টস ডেস্ক : মহিলা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টের পরেই রানের বিচারে রয়েছেন স্মৃতি মান্ধানা।
কাপ জয়েই পরেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে জনপ্রিয়তা বাড়ছে ভারতের মহিলা ক্রিকেটারদের। স্মৃতি মান্ধানা তার ব্যতিক্রম নন। ফাইনালেও খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস। কাপ জেতার পর ব্র্যান্ড ভ্যালুও অনেকটাই বেড়ে গিয়েছে মান্ধানার। -- আজকাল
বিশ্বকাপ জেতায় আইসিসি দিয়েছে ৪০ কোটি টাকা। বিসিসিআই ৫১ কোটি টাকা ক্রিকেটারদের দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও মান্ধানার রোজগারের উৎসগুলি কী তা জেনে নিন।
ম্যাচ ফি: দেশের হয়ে টেস্ট ম্যাচ পিছু মান্ধানা পান ১৫ লক্ষ টাকা। প্রতি একদিনের ম্যাচ পিছু পান ৬ লক্ষ টাকা। প্রতি টি–টোয়েন্টি ম্যাচ পিছু পান ৩ লক্ষ টাকা।
বোর্ডের চুক্তি: মান্ধানা বোর্ডের চুক্তিতে গ্রেড ‘এ’ ক্যাটাগরিতে আছেন। তিনি বছরে পান ৫০ লক্ষ টাকা।
মহিলা প্রিমিয়ার লিগ: মহিলা প্রিমিয়ার লিগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। আরসিবি তাঁকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল।
এনডোর্সমেন্ট: হুন্ডাই, হিরো মোটোকর্প, রেড বুল, গার্নিয়ার, নাইকি, মাস্টার কার্ড, হ্যাভেলস, গালফ্ অয়েল, বাটা পাওয়ার, হারবালাইফ, পিএনবি মেটলাইফ, ইকুইটাস ব্যাঙ্ক, রেক্সোনা ও ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত মান্ধানা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক একটি এনডোর্সমেন্টের জন্য ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা পান মান্ধানা। সবমিলিয়ে প্রায় ৩৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে মান্ধানার।