স্পোর্টস ডেস্ক : দিল্লির হয়ে খেলবেন পাকিস্তানি একাধিক ক্রিকেটার। তবে আইপিএল নয় আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলসের হয়ে।
১৮ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আবুধাবি টি-টেন লিগ। যেখানে ড্রাফট থেকে দলগুলো পাকিস্তানি ক্রিকেটার ভিড়িয়েছে। -- ডেইলি ক্রিকেট
ড্রাফটের পরও দেশটির তারকা ক্রিকেটার টেনে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার দিল্লি বুলস অন্তর্ভূক্ত করলো অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও পেসার উবায়েদ শাহকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তারা জানিয়েছে, ‘তরুণ পেসার উবায়েদ শাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবার দলের অংশ হচ্ছেন।’
দিল্লি এর আগে ড্রাফট থেকে টেনে নেয় পাকিস্তানের সালমান ইরশাদ ও মীর হামজাকে। ডেকান গ্ল্যাডিয়েটর্স ড্রাফট থেকে কিনেছে দেশটির আলি রেজা ও উসমান তারিককে।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ। তবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি যখন ভারতের বাইরের কোনো টুর্নামেন্টে অংশ নেয় তখন পাকিস্তানি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে বিধি নিষেধ নেই। যে কারণে দিল্লি, ডেকানের মতো ফ্র্যাঞ্চাইজি আবুধাবি টি-টেন লিগে পাকিস্তানি ক্রিকেটার দলে নিয়েছে।