স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারত। তবে তালিকায় নেই কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর নাম। কোচ খালিদ জামিলের ২৩ সদস্যের দলে ছেত্রীকে বাদ দেওয়া হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ম্যাচটিকে ঘিরে দুটি দেশেই সমর্থকদের মধ্যে রোমাঞ্চ তৈরি হয়েছে। তবে উত্তাপ থাকলেও ভারতের জন্য এটি কেবল নিয়মরক্ষার ম্যাচ। এরই মধ্যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের যাওয়ার আশা শেষ তাদের। বাংলাদেশের অবস্থাও নিভু নিভু।
ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে, ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে দুই পয়েন্ট অর্জন তাদের। বাংলাদেশও ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। গ্রুপের শীর্ষে হংকং ও সিঙ্গাপুর, যারা আট পয়েন্ট নিয়ে টেবিলে মূল পর্বের দৌড়ে দারুণভাবে টিকে আছে।
২৩ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল আগামীকাল থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে। তারপর ১৫ নভেম্বর তারা ঢাকায় পা রাখবে।
৪১ বছর বয়সী সুনীল ছেত্রী মার্চে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন। সেই ম্যাচটি শিলংয়ে গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর ছেত্রীকে সিএএফএ নেশনস কাপে রাখেননি, এবারও রাখেননি দলে। -- টি স্পোর্টস
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন- ধারণা করা হচ্ছে, এবারই হয়তো ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে শেষ অধ্যায়। ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে আবার তাঁকে হয়তো ডাকাও হতে পারে। নতুনদের ওপর আস্থা রাখছেন জামিল। অনূর্ধ্ব–২৩ দলে ডাক পাওয়া মোহাম্মদ সানানও জায়গা পেয়েছেন এই সম্ভাব্য তালিকায়।
ভারতের দল
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।