শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাসাসের যৌথ সভা: ১৩ নভেম্বর শহীদ মিনারে বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন

মনিরুল ইসলাম : ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল (বুধবার) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, এবং সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন—জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মো. আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, হাসান চৌধুরী, কে. এম. খালেদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মো. জামাল উদ্দিন নাসির, ফারহানা চৌধুরী বেবী, এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, সাংবাদিক এস. এম. মনিরুল ইসলাম, এ্যাডভোকেট আমিনুল হক, জাকির হোসেন আখের, মো. হাবিবুর রহমান জসীম, ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া, শাহ মো. বিল্লাল হোসেন, শাকিল আহমেদ, হুসাইন মো. সাইদুল ইসলাম সাঈদ, এনামুল হক জুয়েল, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, টাইগার সোহেল এবং দফতর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া বিভিন্ন জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, গাজীপুর মহানগর আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, সদস্য সচিব কৌশিক খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিরন, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা এবং গাজীপুর জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখুসহ অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১️⃣ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। একইদিন বিকেলে বিএনপির আয়োজিত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিতে অংশগ্রহণ করবে জাসাস।

২️⃣ আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

৩️⃣ জাসাসের সব মহানগর, জেলা, পৌরসভা, উপজেলা ও থানাসহ সকল ইউনিটকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়।

সভা শেষে জাসাস নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির দেশপ্রেম, ঐতিহ্য ও আদর্শকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়