স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের কোনো বিকল্প নেই। হারলেই শিরোপা যাবে আফগানিস্তানের ঘরে। এমন সমীকরণ মাথায় নিয়ে রাজশাহীতে পঞ্চম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল হতাশ করেনি। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে তারা।
আগে ব্যাট নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আফগানিস্তান। জবাবে তামিমের সেঞ্চুরিতে ২ উইকেট ও ২৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। -- ডেইলি ক্রিকেট
অথচ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ বলে ৩ রান করে ফেরেন ওপেনার শাহরিয়ার আহমেদ। তিনে নামা কালাম সিদ্দীকিও বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে ফিরেছেন।
তবে একপ্রান্ত আগলে ধরে রাখেন তামিম। ইনিংসের শুরু থেকেই করেছেন সাবলীল ব্যাটিং। আফগানিস্তানের বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন রিজান হোসেন। তাদের দুজনের জুটিতে ওঠে ৪৪ রান। ৩৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করে রিজান ফিরলে ভাঙে সেই জুটি।
রিজান ফিরলেও চেষ্টা করে গেছেন তামিম। যার ফল পেয়েছেন যুবা অধিনায়ক। পুরো সিরিজে ব্যাট হাতে ভুগতে থাকা তামিম পেয়েছেন সেঞ্চুরির দেখা। খেলেছেন ১১৮ বলে ১০০ রানের ইনিংস। তাতেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ওয়াহিদুল্লাহ জাদরান। ২টি করে উইকেট নিয়েছেন সালাম খান ও উজাইরুল্লাহ নিয়াজাই।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খালিদ আহমেদজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। তবে আরেক ওপেনার ওসমান সাদাত খেলেছেন ১০৬ বলে ৬৮ রানের ইনিংস।
এছাড়াও মাহবুব খান ৫৯ বলে ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজাই খেলেছেন ৬৮ বলে ৩২ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল।