শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায় 

স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের কোনো বিকল্প নেই। হারলেই শিরোপা যাবে আফগানিস্তানের ঘরে। এমন সমীকরণ মাথায় নিয়ে রাজশাহীতে পঞ্চম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল হতাশ করেনি। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে তারা।

আগে ব্যাট নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আফগানিস্তান। জবাবে তামিমের সেঞ্চুরিতে ২ উইকেট ও ২৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। -- ডেই‌লি ক্রিকেট

অথচ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ বলে ৩ রান করে ফেরেন ওপেনার শাহরিয়ার আহমেদ। তিনে নামা কালাম সিদ্দীকিও বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে ফিরেছেন।

তবে একপ্রান্ত আগলে ধরে রাখেন তামিম। ইনিংসের শুরু থেকেই করেছেন সাবলীল ব্যাটিং। আফগানিস্তানের বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন রিজান হোসেন। তাদের দুজনের জুটিতে ওঠে ৪৪ রান। ৩৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করে রিজান ফিরলে ভাঙে সেই জুটি।

রিজান ফিরলেও চেষ্টা করে গেছেন তামিম। যার ফল পেয়েছেন যুবা অধিনায়ক। পুরো সিরিজে ব্যাট হাতে ভুগতে থাকা তামিম পেয়েছেন সেঞ্চুরির দেখা। খেলেছেন ১১৮ বলে ১০০ রানের ইনিংস। তাতেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ওয়াহিদুল্লাহ জাদরান। ২টি করে উইকেট নিয়েছেন সালাম খান ও উজাইরুল্লাহ নিয়াজাই।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খালিদ আহমেদজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। তবে আরেক ওপেনার ওসমান সাদাত খেলেছেন ১০৬ বলে ৬৮ রানের ইনিংস। 

এছাড়াও মাহবুব খান ৫৯ বলে ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজাই খেলেছেন ৬৮ বলে ৩২ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়