লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ৪০ জন বিএনপির নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অপপ্রচারের বিরুদ্ধে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
রবিবার ৯ নভেম্বর বিকালে তাদের পৌরসভার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন তাদের কোনো নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন জানান , তারা যখন টাঙ্গাইল -১ মধুপুর - ধনবাড়ী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছন , তখনই টাঙ্গাইল - ১ , মধুপুর - ধনবাড়ী আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি আরও বলেন , ৮ নভেম্বর শনিবার ১ নং ওয়ার্ডের নাগবাড়ীতে জামায়াত ইসলামী বাংলাদেশের এক সমাবেশ করে। ঐ সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ জন নেতাকর্মী যোগদান করেছে এবং তারা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে বলে ঘোষণা করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।
তাদের এ বার্তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রের অংশ মাত্র। মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কোনো সদস্য যোগদান করেননি। তারা বিএনপির পতাকাতলেই ঐক্যবদ্ধ রয়েছেন এবং আত্ম বিশ্বাসের সাথে ধানের শীষের পক্ষেই কাজ করে যাচ্ছেন। তাদের এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর পৌর শাখার আমীর আব্দুল কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসময় পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।