শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিএনপির ৬২ নেতা-কর্মী জামায়াতে যোগদান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ নেতা-কর্মী  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতা-কর্মী। এ ছাড়া একইদিনে গণঅধিকার ও ছাত্রঅধিকার পরিষদ থেকে আরও দুজন যোগ দিয়েছেন।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, ‘আমি দীর্ঘ সময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যে বিএনপিতে আমি কাজ করেছি, সেটি আর বর্তমান বিএনপি অনেক বদলে গিয়েছে। যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি-বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে, এটাও আমাদের অনুপ্রাণিত করেছে।

বিএনপি থেকে যোগ দেওয়া নতুন সদস্যদের নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ‘বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতা-কর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘করিমগঞ্জে একইসাথে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৬২ নেতা-কর্মী। আসলে যাঁরা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যতে একমত হন এবং সেই মোতাবেক কাজ করার বিশ্বাস রাখেন, তাঁরাই যোগ দিতে পারেন। তার মানে এই না, যে কেও যোগ দিতে চাইলেই আমরা তাদের মেনে নেব। আমরা প্রথমে তাঁদের যাচাই-বাছাই করব, তারা কোন দল ত্যাগ করে আমাদের দলে আসতে চাচ্ছেন, তাদের ব্যাপারে যাবতীয় বিষয় যদি সঠিক থাকে, তাহলেই আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্ত করব।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়