স্পোর্টস ডেস্ক : অনেক চেষ্টা করেছে বায়ার্ন, কিন্তু কাজ হলো না। ইউনিয়ন বার্লিনের রক্ষণভাগ ভাঙতেই পারেনি বায়ার্ন। ফলে ড্রকেই সঙ্গী করে মাঠ ছাড়লো। এক কথায় ইনজুরি টাইমে হ্যারি কেইনের গোলে হার এড়ালো বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে বাভারিয়ানরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা । ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে আসা বলে শট নেন দানিলহো, গোলকিপার মানুয়েল নয়্যারের হাত ফসকে বল জড়ায় জালে। বিরতির আগেই সমতায় ফেরে বায়ার্ন। ৩৮ মিনিটে দূর থেকে নেওয়া দারুণ শটে গোল করেন লুইস দিয়াস।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। যদিও একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা।
৮৩ মিনিটে দানিলহোর গোলে আবারও লিডে যায় বার্লিন। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টম বিসশফের ক্রস থেকে হেডে গোল করেন হ্যারি কেইন। তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলিগায় মোট ১০ ম্যাচে ১২ নিয়ে টেবিলের ১০ নম্বরে ইউনিয়ন বার্লিন।