কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় বাড়ির পাশে পাওয়া গেল আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকালে উদ্ধারকৃত
আশরাফ মিয়া কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় মৃত মোহাম্মদ ফরিদের পুত্র। ঘটনার পর সহকারি পুলিশ সুপার আনোয়ারা সার্কেল ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার ব্যাপারে স্থানীয়রা ও ইউপি সদস্য মোহাম্মদ লোকমান জানান, রবিবার সকালে স্থানীয় জনগন আশরাফ ফকিরের বাড়ির ৬০/৭০ফুট দুরে নতুন ভরাটকৃত মাটি দেখলে সন্দেহ হল। মাটি সরালে লাশ দেখতে ফেলে থানা পুলিশকে খবর দেয় । এরপর বাঁশখালী থানার আওতাধীন রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ।
স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সাথে আশরাফ ফকিরের ঝগড়া হয় এরপর শুক্রবার রাত থেকে আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ ফকির নিখোঁজ ছিল।সংসারে আশরাফ মিয়া প্রকাশ আশরাফ ফকিকের ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে । বড় ছেলে মোহাম্মদ পারভেজ (২২)প্রবাসে থাকে। ছোট ছেলে মোহাম্মদ রাশেদ (২০) বাড়িতে থেকে ক্ষেত খামার ও বাড়ির প্রয়োজনীয় কাজ করতো। এলাকার সবার মাঝে একজন সাধারন ও সহজ সরল মানুষ হিসাবে পরিচিত ছিল ।
এদিকে নিহতের ব্যাপারে জানতে পুলিশ নিহতের স্ত্রী নুর আয়েশা (৫০) ও ছেলে মোঃ রাশেদ (২০) কে থানা হেফাজতে নিয়ে আসে
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, লাশের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টসহ ময়না তদন্তের পর পোষ্ট মার্ডামের জন্য চমেক হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করছে বলে জানান।