শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর কালীপু‌রে বা‌ড়ির‌ পাশে গর্তে মিলল আশরাফ ফকিরের লাশ

কল‌্যাণ বড়ুয়‌া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় বা‌ড়ির পা‌শে পাওয়া গেল আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকালে উদ্ধারকৃত

আশরাফ মিয়া কালীপুর ইউ‌নিয়‌নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ায় মৃত মোহাম্মদ ফরিদের পুত্র। ঘটনার পর সহকা‌রি পু‌লিশ সুপা‌র আ‌নোয়ারা সা‌র্কেল ও বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )সাইফুল ইসলাম সহ প্রশাস‌নের কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। ঘটনার ব‌্যাপা‌রে স্থানীয়রা ও ইউ‌পি সদস‌্য মোহাম্মদ লোকমান জানান, র‌বিবার সকালে স্থানীয় জনগ‌ন আশরাফ ফ‌কি‌রের বা‌ড়ির ৬০/৭০ফুট দু‌রে নতুন ভরাটকৃত মা‌টি দেখ‌লে সন্দেহ হল। মাটি সরা‌লে লাশ দেখতে ফে‌লে থানা পু‌লিশ‌কে খবর দেয় । এরপর বাঁশখালী থানার আওতাধীন রামদাশ হাট পু‌লিশ তদন্ত‌কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক তপন কুমার বাকচীর নেতৃ‌ত্বে একদল পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে লাশ উদ্ধার ক‌রে ।

স্থানীয় সু‌ত্রে জানা যায়,‌ প‌রিবা‌রের সদস‌্যদের সা‌থে আশরাফ ফ‌কি‌রের ঝগড়া হয় এরপর শুক্রবার রাত থে‌কে আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ ফকির নি‌খোঁজ ছিল।সংসা‌রে আশরাফ মিয়া প্রকাশ আশরাফ ফকিকের ২‌ ছে‌লে ও ৩‌ মে‌য়ে র‌য়ে‌ছে । বড় ছে‌লে মোহাম্মদ পার‌ভেজ (২২)প্রবা‌সে থা‌কে। ছোট ছে‌লে মোহাম্মদ রা‌শেদ (২০) বা‌ড়ি‌তে থে‌কে ক্ষেত খামা‌র ও বা‌ড়ির প্রয়োজনীয় কাজ করতো। এলাকার সবার মা‌ঝে একজন সাধারন ও সহজ সরল মানুষ হিসা‌বে প‌রি‌চিত ছিল ।

এ‌দি‌কে নিহতের ব‌্যাপা‌রে জানতে পু‌লিশ নিহ‌তের স্ত্রী নুর আ‌য়েশা (৫০) ও ছে‌লে মোঃ রা‌শেদ‌ (২০) কে থানা হেফাজ‌তে নি‌য়ে আ‌সে

বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার ব‌লেন, লা‌শের খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে সুরতহাল রি‌পোর্টসহ ময়না তদ‌ন্তের পর পোষ্ট মার্ডা‌মের জন‌্য চ‌মেক হাসপাতা‌লে প্রের‌নের ব‌্যবস্থা কর‌ছে ব‌লে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়