শিরোনাম
◈ গাজায় হাসপাতাল ও বহুতল ভবনে ইসরায়েলি হামলা, শান্তি প্রস্তাব চূড়ান্তে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ ◈ সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ আর নেই ◈ জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের ভূমিকা কতটুকু? কিভা‌বে বাছাই করা হ‌লো তা‌দের ◈ ৫ অ‌ক্টোবর আবারো ভারত-পাকিস্তান লড়াই ◈ চ‍্যাম্পিয়ন ট্রফি নি‌লো না ভারত, রেগে ১ কোটি ৭০ লাখ টাকার চেক ছুঁড়ে ফেলে দিলেন পাকিস্তান অধিনায়ক ◈ ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি: মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ নেতা গ্রেফতার ◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর পৌরসভায় ১ বছর ১৬ দিনে চার প্রশাসক দায়িত্ব গ্রহন - স্থবির উন্নয়নকাজ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: গত ৫ আগষ্ঠ আওয়ামী সকারের পতনের পর স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) ২০২৪ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ দেওয়া হয়েছিলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, কে ১৯ আগষ্ঠ ২০২৪ এ পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন এবং ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পযর্ন্ত দায়িত্ব পালন করেন। তিনি শেরপুর পৌরসভায় খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েও অনেক অমীমাংসিত কাজের পূর্ণতা ও অত্যান্ত বিচক্ষন একজন প্রশাসক ছিলেন তোফায়েল আহাম্মেদ সাহেব। পরে বঙ্গভবনে প্রমোশন জনিত বদলি হয়ে চলে যান। গত ১৩ ফেব্রুয়ারি উপপরিচালক মোহাম্মদ রাজীব-উল-আহসানকে প্রশাসক হিসেবে দায়িত্ব পান এবং ২৩ জুন পযর্ন্ত দায়িত্ব পালন করেন। পরে মহাব্যবস্থাপক(পরিবহন) ময়মনসিংহ সিটি কর্পোরেশন বদলি হন । ২৩ জুন এ মোঃ শাকিল আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর পৌর প্রশাসক নিয়োগ দেয়া হয় এবং ২৫ সেপ্টেম্বর মোঃ শাকিল আহমেদ কে সরিয়ে শেরপুর জেলা পরিষদের উপপরিচালক স্থানীয় সরকার আরিফা সিদ্দিকা কে শেরপুর পৗর সভায় নিয়োগ দেয়া হয় ।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো শেরপুর পৌরসভাতেও কাজ স্থবির হয়ে পড়েছে, শেরপুর পৌর সভা একটি প্রথম শ্রেনীর পৌর হলেও এখানে পৌর সভা নাগরিকগন একটি গন্ডির মধ্য পরে আছে। জেলার সদর উপজেলায় অবস্থিত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা, পৌর পরিষেবা দেওয়াসহ শেরপুর শহরেরর পরিচালনা করে থাকে। এটি একটি প্রথম শ্রেনীর পৌরসভা।

এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৪১ টি মহল্লার সাধারন মানুষ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে পৌর বাসী অভিযোগ। শহরের প্রায় প্রতিটি রাস্তায় খানা খন্দক হয়ে ক্ষত বিক্ষত ও প্রতিনিয়িত রাস্তায় বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা খুবই জরাজীর্ণ ও খানাখন্দে কর্দমাক্ত রাস্তায় জন জীবন বিপন্ন। রান্না করার বিভিন্ন ময়লা আর্বজনা ফেলছে ড্রেনেও শহরের বিভিন্ন বাসা বাড়ীর লেট্রিনের পাইপ লাগিয়ে ফেলা হচ্ছে মল। দেখলে মনে হয় অবিবাবক হীন এ প্রাচীনতম পৌরসভা। সামন্য বৃষ্টিতে শহরের রাস্তা ঘাট গুলিতে ড্রেনের ময়লা যুক্ত পানি উঠে পড়ছে। সাধারন স্কুলগামী শিশু বাচ্চা ও ছাত্রছাত্রী চলাফেরা অসুবিধার সম্মুখিন হচ্ছে। মশক নিধনের নামে কেরোসিনের ধোঁয়া পূর্ববর্তী শব্দ দিয়েই উদ্যেগ গ্রহন। বেওয়ারিশ গরু রাস্তায় শহরের বিভিন্ন অফিস ভবন এবং জনাকীর্ণ রাস্তায় ওঠে পড়ছে, আর শহরের যানজটের অবস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ।

পৌর শহরের একাদিক করদাতা বলেন উন্নয়ন মুলক বিভিন্ন প্রকল্প- বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা কাজের ৮০% সত্যতা দেখাতে হবে । কোন ঊর্ধ্বতন কর্মকর্তা পৌর সভার উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে –সেটা ফেসবুক পেইজে ছবি না দিয়ে-সেখানে সেই পেইজ থেকে লাইভে কাজের বিবরন দিয়ে পৌরবাসী কে অবগত করতে হবে। না হয় পরবর্তীতে নাগরিকদের সামনে সে প্রকল্পর ঠিকাদার প্রতিষ্ঠানের নাম তার বরাদ্বকৃত অর্থ কাজের পরিসিমা –মেয়াদকাল প্রকাশ করতে হবে ।

এ ছাড়া অন্ধকার সড়ক আলোকিত করতে নষ্ট সড়কবাতি দ্রুত সংস্কার করতে হবে। বিগত সময় সড়কবাতি লাগানো প্রকল্প- পরিকল্পনা দীর্ঘ মেয়াদী থাকা সত্বেও-সেটির সঠিক ব্যবহার করতে হবে ।

নগর– পরিকল্পনাবিদেরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে হলে চওড়া সড়ক, পানিনিষ্কাশনের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসাকেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, গ্রন্থাগার, কমিউনিটি সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, জাদুঘর, নাট্যমঞ্চ, খেলার মাঠ, পার্ক, পশু জবাইখানা, গণশৌচাগার ও বাস টার্মিনাল থাকা আবশ্যক। অথচ এগুলি কাগজে কলমে থাকলেও বাস্তবে কতটুকু হচ্ছে –তার তিন মাস পর পর পৌর নারিকদের পরিস্কার ভাবে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়