শিরোনাম
◈ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার ◈ গাজায় হাসপাতাল ও বহুতল ভবনে ইসরায়েলি হামলা, শান্তি প্রস্তাব চূড়ান্তে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ ◈ সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ আর নেই ◈ জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের ভূমিকা কতটুকু? কিভা‌বে বাছাই করা হ‌লো তা‌দের ◈ ৫ অ‌ক্টোবর আবারো ভারত-পাকিস্তান লড়াই ◈ চ‍্যাম্পিয়ন ট্রফি নি‌লো না ভারত, রেগে ১ কোটি ৭০ লাখ টাকার চেক ছুঁড়ে ফেলে দিলেন পাকিস্তান অধিনায়ক ◈ ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি: মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ নেতা গ্রেফতার ◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইতালির সাই‌ক্লিং রেস থে‌কে ইসরায়েলকে বাদ দেয়া হ‌লো 

স্পোর্টস ডেস্ক : ইতালিতে অনু‌ষ্ঠিতব‌্য ‘জিরো দেল এমিলিয়া’ সাইক্লিং রেস থেকে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলকে বাদ দেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

এই সিদ্ধান্ত এসেছে সম্প্রতি অনুষ্ঠিত ‘ভুয়েলতা আ এসপানিয়া’ রেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দ্বারা কয়েকটি বিঘ্ন ঘটার পর। সেখানে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলই মূল লক্ষ্য ছিল।

আগামী মাসের ৪ তারিখে অনুষ্ঠিত একদিনের ‘জিরো দেল এমিলিয়া’ রেস বোলোনিয়ায় শেষ হবে, যা নিয়ে আশঙ্কা ছিল যে রেসের ফিনিশ লাইনটি বিক্ষোভকারীদের লক্ষ্য হতে পারে।

গত সোমবার মিলানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যা ছিল ইতালিয়ার জাতীয় ধর্মঘটের অংশ। গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক হত্যার প্রতিবাদে এই ধর্মঘট ডাক দিয়েছিল দেশটির ট্রেড ইউনিয়নগুলো।

রেস আয়োজক প্রেজিডেন্ট আড্রিয়ানো আমিচি রয়টার্সকে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ফাইনাল সার্কিটের বৈশিষ্ট্য বিবেচনা করে, সব অ্যাথলিট, টেকনিক্যাল স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে, এই বছর ইসরাইয়েলি দলের অংশগ্রহণ বাতিল করতে হয়েছে।’

গাজায় হামলা শুরুর পর থেকে বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট, উৎসব ও সঙ্গীত প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি জোরালো হচ্ছে।

জাতিসংঘের ভাষায়, প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যার এই অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্র: সিএনএন নিউজ, আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়