কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মিয়ারবাজার এলাকায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক চাপায় মোঃ রিয়াদ(১৫) নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছে । নিহত মোহাম্মদ রিয়াদ পৌরসভার ৫নং ওয়ার্ডের তরকারি ব্যবসায়ী মোহাম্মদ মনসুরের পুত্র ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার (২৮সেপ্টেম্বর)রাত সাড়ে ৮টার দিকে মিয়ার বাজারের পুর্ব গলিতে বাবার সাথে তরকারি ব্যবসা করা মোঃ রিয়াদ ট্রাকের নিচে পড়ে যায় । এ সময় তার মাথা থেতলে হয়ে যায়। স্থানীয় জনগন তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে স্বজনদের জানান ।
এ ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে । সেখানে পুলিশের একটা টিম রয়েছে ।পরিবারের সন্মতিতে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।