শিরোনাম
◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন ◈ একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ২৮ জ‌নের প্রাথমিক ফুটবল দল ঘোষণা 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : লড়াই হ‌লো হাড্ডাহাড্ডি। একদম ফাইনালের মতো ফাইনাল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। একার হাতে দলকে জেতালেন তিলক বর্মা।

শুভমন গিলের ক্যাচটা হ্যারিস রউফ মিড-অনে লাফিয়ে ধরার পরেই দুবাই স্টেডিয়ামের গ্যালারির দিকে ঘুরে গেল ক্যামেরা। স্তব্ধ, হতবাক ভারতীয় সমর্থকদের মুখ ইঙ্গিত দিচ্ছিল, তীরে এসে হয়তো তরী ডুবতে চলেছে। স্কোরবোর্ডে দেখাচ্ছিল, ২০ রানের মাথায় তৃতীয় উইকেটটি হারিয়েছে ভারত। শেষ পর্যন্ত তরী ডুবল না।

 টানা তৃতীয় বার পাকিস্তানকে হারাল এবং এশিয়া কাপ জিতে নিল ভারত। তবে ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার, রুদ্ধশ্বাস।

টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিল। পাকিস্তানের এই রান নিঃসন্দেহে পৌঁছতে পারত দুশোর কাছাকাছি। নিশ্চিত ভাবেই সেই ম্যাচ বার করা সম্ভব হত না ভারতের পক্ষে। 

যে রান পাকিস্তান তুলেছে, তাতেও বেশ হাঁসফাঁস করতে হল ভারতকে। শেষ পর্যন্ত জয়ের তিলক ভারতের কপালে পরিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এক ব্যাটার। তিনি তিলক বর্মা। চাপের মুখে তাঁর অর্ধশতরান না এলে এই ম্যাচ বারই করতে পারত না ভারত।

এ‌দিন ভারতীয় অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব সালমান আলী আগার দলকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে মোটামুটি সফল ভারত। দারুণ শুরুর পরও পাকিস্তানকে ১৪৬ রানে আটকে দিয়েছে তারা।

অথচ প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন ফখর জামান ও শাহিবজাদা ফারহান। শুরুটা ধীরগতিতে করলেও সময়ের সাথে সাথে ঝড়ো ব্যাটিং করেছেন। সুপার ফোরে ভারতের বিপক্ষে ফিফটি করা ফারহান এদিন পেয়েছেন ফিফটির দেখা। ৩৮ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেছেন ৫৮ রানের ইনিংস। ফারহানের আউটে ভাঙে ৮৪ রানের জুটি।

তিনে নেমে শুরুটা ভালো করলেও সাইম আইয়ুব বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৪ রান। দারুণ ব্যাটিং করা ফখর ফিরলে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ৩৫ বলে ফখর করেছেন ৪৬ রান।

মোহাম্মদ হারিস-সালমান আলীরা শুধু উইকেটে এসেছেন আর চলে গেছেন। শেষদিকে ঝড় তুলতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটার।

ভারতের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

রান তাড়ায় এদিন ভালো করতে পারেননি ভারতের দুই ওপেনার। সূর্যকুমার আরও একবার ব্যর্থ। ২০ রানে কিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। দুজনের ৫৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ভারত। ২১ বলে ২৪ রান করে স্যামসন ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর শিবম দুবেকে নিয়ে বাকি কাজটুকু সারেন তিলক। লক্ষ্য ছোট থাকায় দেখেশুনে খেলেছেন তারা। প্রয়োজন হলেই মেরেছেন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। দুবে ২২ বলে ৩৩ রান করে ফিরলেও তিলক পেয়েছেন ফিফটির দেখা। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। 

এর আগে আটবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। সংখ্যাটা এবার নয়ে নিয়ে গেল গিল-সূর্যকুমাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়