শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের চমক

স্পোর্টস ডেস্ক :  নেপাল ক্রিকেট দল রী‌তিমত চমক দেখা‌লো। তারা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা। এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে নেপাল। এই জয় আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা মোটেও ভালো হয়নি নেপালের। মাত্র ১২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বিপর্যয় সামলে ৫৮ রানের জুটি গড়েন কুশল মাল্লা ও অধিনায়ক রোহিত পাওডেল। এর মধ্যে ৩৮ রান করেন রোহিত একাই। শেষদিকে গুলশান ঝার (২২) ও দীপেন্দ্র সিংয়ের (১৭) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই রানআউট হন কাইল মেয়ার্স। আরেক ওপেনার আমির জাঙ্গু পারেননি ইনিংস বড় করতে৷ তার ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

তিনে নামা আকিম আগুস্তে ৭ বলে ১৫ রান করেন। ব্যর্থ হন জুয়েল অ্যান্ড্রু। একপর্যায়ে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের ইনিংসকে এগিয়ে নিতে যেতে চেষ্টা করেছেন নাভিন বিদাইসি ও কেসি কার্টি। শেষ ৫ ওভারে ৭০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর ১৫ বলে ১৬ রান করা কার্টি রানআউট হন।

এরপর জেসন হোল্ডার ব্যর্থ হওয়ার পর হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ২৫ বলে ২২ রান করা নাভিন বিদাইসি। পরে ওয়েস্ট ইন্ডিজের আশা টিকিয়ে রেখেছিলেন আকিল হোসেন ও ফাবিয়েন অ্যালেন। 

তবে ৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক আকিল। শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ উইকেটে ১২৯ রানে থেমে ম্যাচ হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কামি ৬*, কারান ০, নান্দান ৭*; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮, ম্যাককয় ০*; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২)

ম্যান অব দ‌্য ম্যাচ: রোহিত পাউড়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়