শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরের শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি শাহরাস্তি উপজেলায়। বিক্ষোভে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘সর্বাত্মক প্রতিরোধ’ করা হবে। ভবিষ্যতে সব ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসীরুদ্দীনকে সতর্ক করেন তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে একটি মিছিল বের করে এনসিপির নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান দেয় নেতাকর্মীরা।

মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এনসিপির এই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করেন।

যুবদল নেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মাসুদ কবির, শ্রমিক দল নেতা মানিক হোসেন, ছাত্রদল নেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরণ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা অভিযোগ করেন, নাসীরুদ্দীন রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে তিনি বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন। এতে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়