স্পোর্টস ডেস্ক : এবার আর পেরে উঠলো না লিওনেল মেসিবাহীনি। অনেক চড়াই উতরাই পেরিয়ে দলটি ড্র করতে পেরেছে মাত্র। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৮ সেপ্টেম্বর) টরন্টোর বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এদিন পুরো ম্যাচেই আধিপত্য করেই খেলেছে ইন্টার মায়ামি। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই গোলমুখে রেখেছিল তারা। তবে তাদের সফল হতে দেননি টরন্টো গোলরক্ষক জনসন। বিপরীতে ৭ শটের দুটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল টরন্টো।
ম্যাচের ১২তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ। তবে সেটি ঠেকিয়ে দেন শন জনসন। ২৯তম মিনিটে বক্স থেকে নেয়া মেসির শটও রুখে দেন টরেন্টো গোলরক্ষক। চার মিনিট পর প্রথম উল্লেখযোগ্য আক্রমণে ওঠে টরন্টো। তবে অ্যালোনসো কোয়েলোর নেয়া নিচু শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি।
অন্যদিকে ৪৪তম মিনিটে মেসিকে আরেক দফা হতাশ করেন জনসন। অনেক চেষ্টার পর প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে গোলের দেখা পায় মায়ামি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশে ক্রস নেন জর্দি আলবা। গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন তাদেও আয়েন্দে।
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি টরন্টো। ৬০তম মিনিটে মায়ামির থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে টরন্টো। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান দর্দে মিহাইলোভিচ। সমতায় ফেরে টরন্টো।
৬৭তম মিনিটে গোলমুখ থেকে বল ক্লিয়ার করে মায়ামিকে আরেকটি গোল হজম থেকে রক্ষা করেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। আট মিনিট পর বক্সে থেকে শট নিয়েছিলেন মেসি। সে শট রুখে দেন জনসন।
৮৩তম মিনিটে ফের মেসিকে হতাশ করেন এ গোলরক্ষক। ডি-বক্সের ঠিক বাইরে থেকে আর্জেন্টাইন তারকার নেয়া ফ্রি-কিক শট ফিরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর লিডে ফেরা হয়নি মায়ামির। ১-১ সমতায় সন্তুষ্ট থাকতে হয় তাদের।