স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। প্রসঙ্গত, এশিয়া কাপে এই প্রথম ভারত–পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবারের টুর্নামেন্টে দু’বারের সাক্ষাতে দু’বারই সহজ জয় পেয়েছে ভারত।
কিন্তু নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বোলিংয়ের ফাঁকফোকর বেরিয়ে গেছে। ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ পড়ছে। তার উপর ফাইনালের আগে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।
এই পরিস্থিতিতে মাইক হেসন বলেছেন, ‘এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটায় আমরা অনেক উন্নতি করেছিলাম। অন্তত প্রথম ম্যাচের তুলনায়।
প্রথম ম্যাচে আমরাই ভারতকে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিলাম।’ এরপরই হেসনের সংযোজন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি। কিন্তু অভিষেক শর্মার ইনিংসটাই আমাদের হারিয়ে দেয়। আর এবার ফের একবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা রাখি আমরা।
দলের ক্রিকেটারদের জন্য বার্তাও দিয়েছেন হেসন। বলেছেন, ‘খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো।
চাপের ম্যাচে চাপটা রাখতেই হবে।’ তিনি আরও বলেছেন, ক্রিকেটারদের সেই যোগ্যতা আছে। ভারত অন্যতম সেরা দল। ওদেরকে চাপে রাখাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।