শিরোনাম
◈ জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের ভূমিকা কতটুকু? কিভা‌বে বাছাই করা হ‌লো তা‌দের ◈ ৫ অ‌ক্টোবর আবারো ভারত-পাকিস্তান লড়াই ◈ চ‍্যাম্পিয়ন ট্রফি নি‌লো না ভারত, রেগে ১ কোটি ৭০ লাখ টাকার চেক ছুঁড়ে ফেলে দিলেন পাকিস্তান অধিনায়ক ◈ ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি: মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ নেতা গ্রেফতার ◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়লা ফেলার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বান্দরবান ডিসি

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ সমালোচিত হয়েছে। অভিযানের আগে নিজেরাই ময়লা ফেলে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলা প্রশাসক শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার জানা ছিল না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি।

ভিডিও দেখার পর তিনি স্টাফদের কাছে জানতে চান। তারা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন, তা তারা জানাতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল, তারা সেদিকে যাননি এবং বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাদের পলিথিনের ব্যাগ থেকে খালি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা সেই ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী তুলে নিচ্ছেন।

‘নিজেরাই ময়লা-আবর্জনা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে ভিডিওটি ঢাকা পোস্টে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস অনুষ্ঠানে ডিসি শামীম আরা রিনি সাংবাদিকদের বলেন, বান্দরবানবাসীর সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে চান।

এ সময় উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়